Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

১৯৬২ ইং সালে তৎকালীন সিএন্ডবি ডিপার্টমেন্টকে পুনর্বিন্যাস করে সড়ক, সেতু, কালভার্ট ও ফেরীঘাট নির্মাণ, মেরামত ও রক্ষনাবেক্ষন কাজের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বিল্ডিং ও পুর্ত কাজের জণ্য গণপূর্ত অধিদপ্তর গঠন করা হয়। উক্ত সময় হতে সড়ক ও জনপথ অধিদপ্তর সতন্ত্রভাবে মহাসড়ক, সড়ক, সেতু, কালভার্ট ও ফেরীঘাট এর নির্মাণ, মেরামত ও রক্ষনাবেক্ষন ও পরিচালনার কাজ করে আসছে। সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রশিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন সিভিল ও মেকানিকেল প্রকৌশলে ডিগ্রীধারী প্রকৌশলী এবং কারিগরী লোকবল আছে। সারা বাংলাদেশে প্রতিটি জেলায় সড়ক বিভাগের এক জন নির্বাহী প্রকৌশলী এবং এক বা একাধিক উপ-বিভাগীয় প্রকৌশলীর অফিস আছে। কুমিল্লা সড়ক বিভাগ ১৯৬২ইং হতে কার্যক্রম শুরু করেছে। উক্ত বিভাগের অধীনে ৩টি উপ-বিভাগ আছে। ১) সড়ক উপ-বিভাগ, কুমিল্লা ২) সড়ক উপ-বিভাগ, গৌরীপুর ও ৩) ১ম সারি কারখানা উপ-বিভাগ, কুমিল্লা।